ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মনিরামপুরে পিকআপচাপায় নিহত এক

যশোর (অভয়নগর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২১ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১৭, ২১ জানুয়ারি ২০২৫
মনিরামপুরে পিকআপচাপায় নিহত এক

যশোরের মনিরামপুরে পিকআপচাপায় আব্দুল মজিদ (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন গাজীর ছেলে। 

স্থানীয়রা জানান, যশোরমুখী মাছবাহী পিকআপ ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ইজিবাইক নিয়ে দাঁড়িয়ে থাকা চালক আব্দুল মজিদকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় পিকআপে থাকা আব্দুর রহমান (৪০), বিল্লাল হোসেন (৪৫) ও অপর অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় কুমার বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই আব্দুল মজিদের মৃত্যু হয়। 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়।

ঢাকা/প্রিয়ব্রত/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়