হবিগঞ্জে ডাকাত দলের নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে ডাকাত দলের নেতা সৈয়দ লাল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে সৈয়দ লাল মিয়াকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে জানিয়েছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
গ্রেপ্তার সৈয়দ লাল মিয়া হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তানগর এলাকার সৈয়দ গেদু মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত দলের নেতা সৈয়দ লাল মিয়া গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/মামুন/মাসুদ