ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ২২ জানুয়ারি ২০২৫  
অবশেষে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

অবশেষে শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

আরো পড়ুন:

গত ২ জানুয়ারি রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়। পরে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না।

গত বছরের ৩ নভেম্বর আগের কমিটি বিলুপ্ত করে মো. হজরত আলীকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলামকে সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আওয়াল চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে জেলা বিএনপির তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মাত্র দুই মাসের মাথায় এ কমিটি স্থগিত করা হয়।

এ ব্যাপারে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলীয় নির্দেশনা মেনে শেরপুর জেলা বিএনপির স্থগিতকৃত আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই নতুন কমিটি দেওয়া হবে।
 

ঢাকা/তারিকুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়