ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৩৫, ২৪ জানুয়ারি ২০২৫
রাউজানে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জাহাঙ্গীর আলম

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় দিনে-দুপুরে দুবৃর্ত্তের গুলিতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডটি ঘটে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী।  

আরো পড়ুন:

নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি নোয়াপাড়া এলাকার একটি কমিউনিটি সেন্টারের মালিক এবং নগরীর চাক্তাই এলাকার শুটকি ব্যবসায়ী।

ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান, নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম স্থানীয় মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আব্বাস নামের আরও একজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। 

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়