ঢাকা     রোববার   ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৬ ১৪৩১

কুয়াশা কেটে যাওয়ায় ২ নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪১, ২৫ জানুয়ারি ২০২৫
কুয়াশা কেটে যাওয়ায় ২ নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ২ নৌপথের ফেরি চলাচল। এর মধ্যে, শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৭টা ১০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট এবং ৬টা ৪৫ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে, গত রাত ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং ৩টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে শুক্রবার দিবাগত রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আজ সকাল ৭টা ১০ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এই রুটে পাঁচটি ফেরি চলাচল করছে।’’

আরিচা কার্যালয়ের সহ মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, ‘‘ঘন কুয়াশায় রাত ৩টা ২০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল ৬টা ৪৫ মিনিট থেকে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে।’’

ঢাকা/চন্দন/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়