ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:০৮, ২৫ জানুয়ারি ২০২৫
যশোরে সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতার

যশোরের ঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সাকিব হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফাহিম বিশ্বাস (২৬) নামে আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের কৃর্তিপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব হোসেন যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক। আহত ফাহিম বিশ্বাস বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। 

ঝিকরগাছা নাভারণ হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) মো. রোকনুজ্জামান জানান, শুক্রবার রাত ১০টার দিকে কীর্তিপুর মোড়ে দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয় এবং গুরুতর আহত ফাহিমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

তিনি আরো জানান, প্রাইভেট কারটির অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। এই ঘটনার সঠিক কারণ জানার জন্য তদন্ত কাজ চলছে।

এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী। তিনি সাকিবের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ঢাকা/রিটন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়