ঢাকা     বৃহস্পতিবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৩ ১৪৩১

সুনামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৬ জানুয়ারি ২০২৫  
সুনামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাইল ফটো

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার গাজিনগর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম রাজিয়া বেগম (২২)। তিনি ওই গ্রামের আজিজুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজিয়া বেগমের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আজিজুর রহমানের মনোমালিন্য চলছিল। রবিবার মধ্যরাতে নিজঘরের সিলিংয়ে রাজিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, ‘‘এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

ঢাকা/মনোয়ার/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়