ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে জামায়াতের আমিরকে নিয়ে চীনা রাষ্ট্রদূতের শীতবস্ত্র বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:১৬, ২৬ জানুয়ারি ২০২৫
গাজীপুরে জামায়াতের আমিরকে নিয়ে চীনা রাষ্ট্রদূতের শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত এইচ. ই ইয়াও ওয়েন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার কালিয়াকৈর উপজেলার শফিপুর ওয়ামীর স্কুলে

গাজীপুরে কালিয়াকৈরে সহস্রাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এইচ. ই ইয়াও ওয়েন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার শফিপুর বাজার সংলগ্ন এলাকায় চীনা দূতাবাসের সহায়তায় কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি করে ফুড প্যাকেট বিতরণ করা হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত এইচ. ই ইয়াও ওয়েন এতিম শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন। এর আগে চীনের রাষ্ট্রদূত অনুষ্ঠানস্থলে পৌঁছালে ওয়ামী স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‍“আমাদের খুবই কাছের রাষ্ট্র চীন। ১৯৭৬ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বিগত পাঁচ দশকে বাংলাদেশ-চীন মৈত্রী আরো সুদৃঢ় হয়েছে।”

তিনি আরো বলেন, “বৃহৎ প্রতিবেশী দেশ হিসাবে চীন আমাদের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। চীন-বাংলাদেশ মৈত্রী সেতু, আলোচিত পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণে কারিগরি ও নানাবিধ সহযোগিতা করেছে। পাশাপাশি সড়ক, রেল, বিদ্যুৎখাতসহ দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে চীনের সরকারি ও বেসরকারি উদ্যোগ, কোভিড-১৯ প্রটোকলের আওতায় বাংলাদেশকে সিনোফার্মের টিকা সরবরাহ দুই দেশের অকৃত্রিম বন্ধুত্বের অসামান্য নিদর্শন বহন করে।”

জামায়াতের আমির বলেন, “চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বন্ধু রাষ্ট্র হিসেবে চীনের অব্যাহত সমর্থন ও সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে, যা এদেশের জনগণের সঙ্গে চীনের সম্পর্ক আরও বেশি গভীর ও নিবিড় করবে।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়