ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় দ্বিতীয় দিনের মতো ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি চলছে

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:৩৬, ২৭ জানুয়ারি ২০২৫
খুলনায় দ্বিতীয় দিনের মতো ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি চলছে

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো ট্যাংকলরি শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন আন্দোলনকারীরা।

এর আগে, গতকাল দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, ২১ আগস্টের নাশকতা মামলায় আলী আজিমকে গ্রেপ্তার করা হয়েছে।

এরপরই পদ্মা, মেঘনা, যমুনার ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। ধর্মঘটের কারণে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ‘‘ষড়যন্ত্রমূলক মামলায় আলী আজমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’’

ঢাকা/নূরুজ্জামান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়