ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, তদন্ত কমিটি পুনর্গঠন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৯, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৫০, ২৭ জানুয়ারি ২০২৫
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলা, তদন্ত কমিটি পুনর্গঠন

গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো অভিযোগ ওঠে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্তকরণে ১৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি পুনর্গঠন করে। বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

পুনর্গঠিত তদন্ত কমিটির মানবিক অনুষদের ডিন মো. আব্দুর রহমানকে সভাপতি ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। 

এর আগে, গোপালগঞ্জের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কাজে অপারগতা প্রকাশ করে তদন্ত কমিটি থেকে সভাপতি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন আব্দুল্লাহ আল আসাদকে ও সদস্য সচিব শেখ রাসেল হলের প্রভোস্ট মো. শাহাবউদ্দিন পদত্যাগ করেন।

গত ২৫ জানুয়ারি (শনিবার) বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শেষে হল থেকে বাইরে বের হন ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী শরিফুল ইসলাম সোহাগ। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা তাকে আটক করেন। তখন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়ে শরিফুল ইসলাম সোহাগকে ছিনিয়ে নেয়। এসময় দুই সমন্বয়কসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে শরীফুল ইসলাম সোহাগকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ করে এবং ২০ জনকে নাম না জানা আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেন। 

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়