ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫১, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৫৯, ২৬ জানুয়ারি ২০২৫
গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় মামলা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

রবিবার (২৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলাটি করেন। গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আরো পড়ুন: গোপালগঞ্জে সমন্বয়কদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‍“গতকাল শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল জামান ফাহিম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও নাম না জানা ২০ জনকে আসামি করে মামলাটি করেন।”

তিনি আরো বলেন, “মামলায় বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম সোহাগসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এখন পযর্ন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”

প্রসঙ্গত, গতকাল শনিবার বিকালে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার অভিযোগ উঠে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় দুই সমন্বয়কসহ পাঁচজন আহত হন।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়