ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বিষ টোপে পাখি হত্যা, শিকারির দণ্ড 

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২৮ জানুয়ারি ২০২৫  
রাজশাহীতে বিষ টোপে পাখি হত্যা, শিকারির দণ্ড 

রাজশাহীতে বিষ টোপ দিয়ে নির্বিচারে পাখি হত্যা চলছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে নগরের শ্রীরামপুর এলাকায় জবাই করা অবস্থায় লিটন হোসেন নামে এক পরিযায়ী পাখি শিকারির কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে এ আদেশ দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান। 

দণ্ডপ্রাপ্ত লিটন হোসেন শ্রীরামপুর এলাকার মৃত তাজি মণ্ডলের ছেলে। এ সময় তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। 

নৌ-পুলিশ ও বনবিভাগের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করেন। 

নৌ-পুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষ টোপে পাখি হত্যা করেন। ভোরে তিনি মৃত পাখি নিয়ে চর থেকে আসবে, এমন খবর পেয়ে নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযান চালানো হয়। এ সময় চারটি মৃত পাতি তিলিহাঁসসহ হাতেনাতে তাকে আটক করা হয়। 

বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, পাখি শিকারিদের ধরতে তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা/কেয়া/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়