ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণের ভিডিও ভাইরাল

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৩০ জানুয়ারি ২০২৫  
গোপালগঞ্জে শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণের ভিডিও ভাইরাল

ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহ্বায়ক সাবানা খানকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে

ছাত্রলীগের পর এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রীর শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহ্বায়ক সাবানা খানকে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারি) রাতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খানের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ি বাড়ি গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ওই ভিডিওতে দাবি করা হয়।

ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খান বলেন, “সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ছিল সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি।” 

ভিডিওতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাওয়া হয়।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়