ঢাকা     শনিবার   ২৬ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১৩ ১৪৩২

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৫, ৩১ জানুয়ারি ২০২৫
মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত

গুলিবিদ্ধ নারীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

মুন্সীগঞ্জ সদরে প্রতিপক্ষের গুলিতে পিংকি আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে ঘটনাটি ঘটে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলেন, “শরীরের ডান পাশে কোমড়ের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে গেছে। আহত নারী বর্তমানে শঙ্কা মুক্ত।” 

আরো পড়ুন:

আরো পড়ুন: মেঘনায় ‘বালুখোকো’ কানা জহির-মিজি গ্রুপের গোলাগুলি, নিহত দুই

আহত নারীর স্বামী সম্রাট ও তার বাবা শাহজাহান সরকার জানান, গত বৃহস্পতিবার নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে কিবরিয়া মিজি ও কানা জহিরের গ্রুপের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহত হন। এরই জেরে আজ সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন। এসময় গুলিতে আহত হন ৯ মাসের অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।” 

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়