শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, উদ্ধার ৯
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া নৌকার যাত্রীরা
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারাঘাটে ঘটনাটি ঘটে। রাত ৮টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারাঘাটের পশ্চিম পাশ থেকে একটি নৌকায় করে বন্দর পূর্ব পাড়ে যাচ্ছিলেন যাত্রীরা। মাঝ নদীতে একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। এসময় নদীতে পড়ে যাওয়া যাত্রীরা চেচামেচি শুরু করেন। পরে আশেপাশে থাকা যাত্রীবাহী ও ইঞ্জিনচালিত নৌকা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ৯ জনকে উদ্ধার করে।
স্থানীয়রা বাল্কহেডটি আটক করতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে শহরের বরফকল ঘাট পর্যন্ত তাড়া করে। তবে, বাল্কহেডটি পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্য আকরাম বলেন, “দুর্ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।”
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি এ কে এম আমিনুল হক বলেন, “ডুবে যাওয়া নৌকার যাত্রীরা আশপাশে থাকা অন্য নৌকার সহায়তায় উদ্ধার হন। এ ঘটনায় কেউ নিখোঁজ নেই। নৌকাটিতে মাঝিসহ ৯ জন ছিলেন বলে জানা গেছে।”
ঢাকা/অনিক/মাসুদ