ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ২ ফেব্রুয়ারি ২০২৫  
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

বর্ধিত ভ্যাট প্রত্যাহার, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

রবিবার (২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতা কমরেড মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের গাইবান্ধা জেলা সম্পাদক কমরেড রেবতী বর্মন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক গোলাম রব্বানী।

বক্তারা বলেন, দুর্নীতি, লুটপাট, মামলা-হামলা, বাজার সিন্ডিকেট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ভোটাধিকার হরণসহ নানা অপকর্মের কারণে বিগত সরকারের পতন হয়েছিল। এসব থেকে মুক্তির আকাঙ্খায় মানুষ রাস্তায় নেমেছিল। অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকাণ্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙার বদলে নিত্যপণ্যের ওপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করছে, যা গ্রহণযোগ্য নয়। 

বক্তারা প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে। 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতারা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা/মাসুম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়