ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীর আদলে সরস্বতী দেবী, ব্যতিক্রমী প্রতিমায় মুগ্ধ ভক্তরা

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৪, ৩ ফেব্রুয়ারি ২০২৫
শিক্ষার্থীর আদলে সরস্বতী দেবী, ব্যতিক্রমী প্রতিমায় মুগ্ধ ভক্তরা

হাতে টানা রিকশায় শিক্ষার্থীর আদলে সরস্বতীর দেবী

শহরের গলি দিয়ে হাতে টানা রিকশায় চড়ে যাচ্ছে একটি মেয়ে। একহাতে বই, আরেক হাতে বীণা তার। গানের ক্লাস শেষে বাড়ি ফিরছেন তিনি। তার বাহনের প্রতীক রাজহাঁসও রয়েছে। অত্যন্ত সুনিপুন কারুকার্যের মাধ্যমে সরস্বতী দেবীর এই রূপ ফুটিয়ে তোলা হয়েছে। 

কারুকার্য দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র কাগজ আর বাঁশ ব্যবহারে নির্মাণ করা হয়েছে এই সুন্দর প্রতিমা। শুধু তাই নয়, সরস্বতী দেবীর এই প্রতিমা নির্মাণে প্রায় ৮০ জন শিক্ষার্থী টানা ২১ দিন কাজ করেছেন। নির্মাণে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। শিক্ষার্থী ও স্থানীয় যুবসমাজ নিজেরা চাঁদা দিয়ে প্রতিমা নির্মাণের ব্যয় জুগিয়েছেন।

আরো পড়ুন:

সোমবার (৩ ফেব্রুয়ারি) পাবনার চাটমোহর উপজেলার বোঁথড় চড়কবাড়ি মাঠে দেখা গেছে ব্যতিক্রম ও নজরকাড়া সরস্বতী দেবীর প্রতিমাটি।  

চাটমোহরের সন্তান যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এবার ব্যতিক্রম কিছু করার চেষ্টায় এই প্রতিমা নির্মাণ করেছেন। যারাই দেখছেন তারা সবাই প্রশংসা করছেন।

সরস্বতী দেবীর প্রতিমায় পূজা করেন ভক্তরা


হিন্দুধর্মে জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী হলেন সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসবগুলোর একটি এই সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরে নানা আয়োজনে সরস্বতী পূজা হয়ে থাকে। তবে এবার আলাদাভাবে নজর কেড়েছে সরস্বতী দেবীর ব্যতিক্রম এই প্রতিমা।

বোঁথড় চড়কবাড়ি এলাকার জাগতিক সংঘের সাধারণ সম্পাদক সমীর বিশ্বাস বলেন, ‍“বর্তমানে মানুষ ডিজে প্যান্ডেল সাজিয়ে অনুষ্ঠান করে। আমরা যুব সমাজ মনে করলাম, গতানুগতিক ছেড়ে আলাদা বা ভিন্ন কিছু করব। পুরাতন কিছু ভালো জিনিস আছে, যা পুরাতন বলেই সব শেষ হয়ে যায় তা নয়। আমরা সেই পুরাতন স্মৃতিগুলো মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি।”

তিনি আরো বলেন, “গত ২১ দিন ধরে এই প্রতিমাটি নির্মাণ করা হয়েছে। আজ সকাল ১০টায় নির্মাণকাজ শেষ হয়। চাটমোহরের সন্তানরা যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন এমন প্রায় ৮০ জন মিলে এটি নির্মাণ করেছেন। এই প্রতিমা নির্মাণে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। নিজেরা চাঁদা দিয়ে ব্যয় বহন করেছি।”

এই শিল্পকর্মের প্রধান ভাস্কর শিল্পী ইউডা বিশ্ববিদ্যালয়ের ফাইন অ্যান্ড আর্টস বিভাগের শিক্ষার্থী রতন বর্মণ ও কৈলাশ চক্রবর্তী জানান, প্রতিবছরই সরস্বতী পূজায় সবাই কিছু না কিছু কাজ করে। এবার নতুন কিছু করার চেষ্টা করেছেন তারা। শুধুমাত্র খবরের কাগজ, কার্টুন বক্স, বাঁশ পাতার কাগজ ও বাঁশের ব্যবহার করে সুন্দর প্রতিমাটি নির্মাণ করেছেন তারা।

রতন বর্মণ বলেন, “কলকাতা শহরে যেমন হাতে টানা রিকশা একটি ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। সেই ঐতিহ্যকে ধারণ করে আমাদের প্রাণের চাটমোহর শহরকে তুলে ধরার চেষ্টা করেছি। চাটমোহরেরই একজন মেয়ে গানের ক্লাস শেষে হাতে টানা রিকশায় চড়ে পুরোনো চাটমোহর শহরের গলি দিয়ে বাড়ি ফিরছেন-এমন বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি। যার মাধ্যমে মা সরস্বতীর একটি রূপ ফুটে উঠেছে। এটি মানুষকে আবেগ তাড়িত করবে, আলাদাভাবে নাড়া দেবে। প্রতিমাটি দেখে সবাই প্রশংসা করছেন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়