বগুড়ায় বিপন্ন প্রজাতির গন্ধগোকুল উদ্ধার
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বগুড়ার সোনাতলা থেকে বিপন্ন প্রজাতির একটি গন্ধগোকুল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তীর) সদস্যরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার সুজাইতপুর দক্ষিণপাড়া থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
তীরের সভাপতি মো. হোসেন রহমান বলেন, ‘‘একটি গন্ধগোকুল আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে সেটি উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।’’
বন বিভাগ বগুড়া সদরের রেঞ্জ কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘‘গন্ধগোকুল উদ্ধারের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাণীটি কিছুটা অসুস্থ। দু-একদিন পরে সুস্থ হলে অবমুক্ত করা হবে।’’
বন্যপ্রাণী সংরক্ষণ আইনে গন্ধগোকুল প্রজাতিটি সংরক্ষিত এবং জাতিসংঘের পরিবেশ-বন্যপ্রাণী বিষয়ক সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন নেচারের (আইইউসিএন) মতে, বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। নিশাচর এই প্রাণীটি একসময় প্রচুর পাওয়া গেলেও বর্তমানে তেমন চোখে পড়ে না।
ঢাকা/এনাম/রাজীব