ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
ঝিনাইদহে ভোট দিতে গিয়ে ভোটারের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে ভোট দিতে গিয়ে সজল বিশ্বাস নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে মারা যান তিনি। নির্বাচন কমিশনার আজিবর রহমান এ তথ্য জানান।

আরো পড়ুন:

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিশির কুমার সানা বলেন, ‍“কার্ডিয়াক এ্যাটাকে (হৃদরোগ) সজল বিশ্বাসের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যে মারা যান তিনি।” 

মারা যাওয়া সজল বিশ্বাস ঝিনাইদহের মহেশপুর উপজেলার মিয়া সুন্দরপুর এলাকার বাসিন্দা।

বুধবার সকাল ৮টা থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরের পর হঠাৎ ভোটারদের চাপ বাড়তে থাকে। বিকেল ৩ টার দিকে তিনি (সজল বিশ্বাস) ভোটারদের লাইনে দাঁড়ান। এসময় তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 

নির্বাচন কমিশনার আজিবর রহমান বলেন, “একজন ভোটার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ছিল। এই নির্বাচনে ভোটার ৩ হাজার ৬০৭ জন। নির্বাচনে ২১টি পদে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়