ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫
কুড়িগ্রাম সীমান্তে সিসি ক্যামেরা খুলে নিতে রাজি বিএসএফ

মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক করে বিজিবি ও বিএসএফ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশঝানি সীমান্তের দুই দেশের সীমান্তরেখায় অবস্থিত মসজিদের সামনের গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে রাজি হয়েছে বিএসএফ। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টার পর্যন্ত দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙ্গিনায় বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান।

বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রামস্থ ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

আরো পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে অতি সঙ্গোপনে (গোপনে) বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮ এর ৯ এস সাব পিলারের পাশের একটি মসজিদের পাশে নো-ম্যানস ল্যান্ডে গাছের ওপর সিসি ক্যামেরা লাগায় বিএসএফ। দেশ ভাগের আগে স্থাপন করা মসজিদটি দুই দেশের শূন্য রেখায়।  মসজিদটিতে বাংলাদেশ ও ভারতের নাগরিকরা নামাজ পড়েন।

সিসি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে গতকাল সোমবার দিনভর বিজিবি এবং বিএসএফের ক্যাম্প এবং কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা পতাকা বৈঠক হয়। তবে তাতে কোনো সুরাহা না হওয়ায় আজ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, “পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। এছাড়াও সীমান্তের শান্তি বজায় রাখার বিষয়েও আলোচনা হয়েছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়