ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০২, ১১ ফেব্রুয়ারি ২০২৫
চাঁদা দাবি, জামায়াত নেতা বহিষ্কার

ফেনী জেলা জামায়াতের বহিষ্কৃত রুকন জাকির হোসেন

নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা জামায়াতের রুকন জাকির হোসেনের বিরুদ্ধে।  

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ.ন.ম. আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাকির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, গত রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে জাকিরের তিন লাখ টাকার চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

আরো পড়ুন:

জাকিরের বিরুদ্ধে অভিযোগ করে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউনুছ রুবেল বলেন, “গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে রাত্রীযাপনের জন্য ওঠেন। সেদিন মধ্যরাতে জাকির আকস্মিক হোটেলে গিয়ে তার কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। এ ঘটনায় ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।”

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জামায়াত নেতা জাকির হোসেন বলেন, “একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এসব কিছুর সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই। আপনি হয় তো ভুল শুনেছেন। আমি এই ধরনের কিছু কখনো শুনিনি বা জানিওনা।”

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, “তার (জাকির) বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়েই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়