ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহ সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫  
ঝিনাইদহ সীমান্তে ১৪ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন নারীসহ ১৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শ্যামকুড়, পলিয়ানপুর, কুসুমপুর এবং লড়াইঘাট বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকারী ১৪ বাংলাদেশিকে আটক করেছেন। নিমতলা বিওপির বিজিবি সদস্যরা অপর এক অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ জব্দ করেছেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানিয়েছেন, বিজিবির হাতে আটক ১৪ জনকে আদালতে সোপর্দ করা হবে। তদন্তের স্বার্থে আটকদের পরিচয় পরে জানানো হবে।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়