ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

সাত দিন পরেই গাজীপুর বিএনপির কমিটিতে রদবদল 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৫  
সাত দিন পরেই গাজীপুর বিএনপির কমিটিতে রদবদল 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির গাজীপুর কমিটির নেতারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গাজীপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি গঠনের সাত দিন পরেই রদবদল করে পুনরায় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে দলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গাজীপুর বিএনপির তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহ রিয়াজুল হান্নানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়। 

ওই কমিটি ঘোষণার সাত দিন পরেই মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চার সদস্যের সংশোধিত আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

ওই কমিটিতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক পদে রেখে শাহ রিয়াজুল হান্নানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক থেকে যুগ্ম আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক থেকে সদস্য সচিব করা হয়। নতুন করে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ডা. রফিকুল ইসলাম বাচ্চুকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা, থানা ও পৌর কমিটিগুলো অনুমোদন হবে। আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী সাত দিনের মধ্যে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে হবে। আগামী ৯০ দিনের মধ্যে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি জেলাধীন সকল স্তরের ইউনিটে সম্মেলন ও কাউন্সিল করে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল করবে।

ঢাকা/রেজাউল/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়