নড়াইলে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নড়াইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-কালিয়া সড়কের ভবানীপুর ফুলশ্বর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার তুলরামপুর গ্রামের সেন্টু হাওলাদার (২৫) ও চালিতাতলা গ্রামের সাব্বির আহমেদ (১৯)।
প্রত্যক্ষদর্শী জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সেন্টু হাওলাদার। অপর মোটরসাইকেলে থাকা সাব্বিরকে আহতাবস্থায় উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা/শরিফুল/রাজীব