ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তুরাগতীরে দেশের বৃহত্তম জুমা আজ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১১:৩৩, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমা আজ

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হয়েছে বৃহস্পতিবার বাদ আসর আম বয়ানের মধ্য দিয়ে। ইজতেমার এই পর্বে অংশগ্রহণ করছেন নিজামুদ্দিন মারকাজের তাবলীগের সাথীরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম জুমার জামাত। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ। এর আগে, ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘‘ইজতেমা ময়দানে সারা দেশ থেকে মুসল্লিরা এসেছেন। এছাড়া, বিদেশ থেকেও অনেকে এসেছেন। পুরো মাঠ মুসল্লিতে ভরে গেছে। বেলা দেড়টায় এখানে অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার জামাত।’’

এক মুসল্লির মৃত্যু: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে যোগ দিতে এসে অসুস্থ হয়ে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম দিদার তরফদার। বাড়ি খুলনার বাঙ্গালগলি গ্রামে।

জানা গেছে, গত রাত ১টা ১০মিনিটে দিদার তরফদার শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘‘ইজতেমা আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, জেলা ও নগর প্রশাসনের পক্ষ থেকে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের ৬ হাজার ৮০০ সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী মুসল্লিরাও দায়িত্ব পালন করছেন।’’

উল্লেখ্য, বৃহস্পতিবার বাদ আসর শুরু হওয়া তিন দিনব্যাপী নিজামুদ্দিন মারকাজ তথা ওই মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ঢাকা/রেজাউল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়