ঢাকা     সোমবার   ১৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ৪ ১৪৩১

‘আওয়ামী লীগ জামায়াতকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল’

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৪৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
‘আওয়ামী লীগ জামায়াতকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিভিন্ন রকম মিথ্যা ষড়যন্ত্র করে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে এ সময় নির্মমভাবে হত্যা করা হয়েছে।’’

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদী শহরের সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয় মাঠে নরসিংদী জেলা জামায়াতের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিভিন্ন রকম মিথ্যা ষড়যন্ত্র করে সম্পূর্ণরূপে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তৈরি করা হয়েছে নির্মম আয়নাঘর। দীর্ঘ ১৭ বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। দেশে সকল দলের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে এই আওয়ামী লীগ।’’

‘‘ফ্যাসিস্ট শেখ হাসিনা অন্যায় করেছে বলেই দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি দেশ গড়তে হবে। এই বাংলাদেশ সবার। বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি ও ঐক্য ধরে রাখতে সবসময় জামায়াতে  ইসলামী কাজ করবে। আমাদের মূল লক্ষ্যই মানুষের সেবা করা ও সাধারণ মানুষের পাশে থাকা।’’ বলেন জামায়াতের আমীর।  

অধ্যাপক মো: মুছলেউদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নিবার্হী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য আ.ফ.ম আব্দুস সাত্তার প্রমুখ। সভা পরিচালনা করেন নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন। 

উল্লেখ্য, নরসিংদীতে ২৫ বছর পর অনুষ্ঠিত হলো জেলা জামায়াতের জনসভা। জনসভায় প্রায় দেড় লাখ লোকের সমাগম ঘটে।  

হৃদয়//


সর্বশেষ

পাঠকপ্রিয়