ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট: পঞ্চগড়ে ৫ দিনে গ্রেপ্তার ১৫

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৪ ফেব্রুয়ারি ২০২৫  
অপারেশন ডেভিল হান্ট: পঞ্চগড়ে ৫ দিনে গ্রেপ্তার ১৫

পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ৫ দিনে মোট ১৫ জন গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৪ দিনে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়েও এই অভিযান অব্যাহত রয়েছে।এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে সাথে নিয়ে যৌথ অভিযানের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/নাঈম/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়