ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে পরিত্যক্ত মাঠে মিললো গুলিসহ ওয়ান শুটার পাইপ গান 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১৬ ফেব্রুয়ারি ২০২৫  
খাগড়াছড়িতে পরিত্যক্ত মাঠে মিললো গুলিসহ ওয়ান শুটার পাইপ গান 

উদ্ধারকৃত পাইপ গান ও গুলি

খাগড়াছড়ির দীঘিনালায় পরিত্যক্ত মাঠ থেকে এক রাউন্ড গুলিসহ দেশীয় ওয়ান শুটার পাইপ গান উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা উপজেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিএন্ডবি) পরিত্যক্ত মাঠ থেকে এই পাইপ গান ও গুলি উদ্ধার করা হয়।

দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, উপজেলার কবাখালী ইউনিয়নের দীঘিনালা-বাঘাইছড়ি  সড়কের পাশে সিএন্ডবির পরিত্যক্ত মাঠে কয়েকজন দুষ্কৃতিকারীরা অবস্থান করছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ওই মাঠ থেকে ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

ঢাকা/রূপায়ন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়