ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ ২৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ ২৩ জন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ আরো ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরাও রয়েছেন। 

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা পর্যন্ত বিশেষ চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, চট্টগ্রামের ১৬ থানার পৃথক অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। 

ঢাকা/রেজাউল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়