গেণ্ডারিয়ায় ‘শিশুর কণ্ঠে গল্প শুনি’ অনুষ্ঠিত
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং গল্প বলার দক্ষতা বিচারক ও দর্শকদের মুগ্ধ করে।
গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত কামাল স্মৃতি পাঠাগারের আয়োজনে গেণ্ডারিয়ার বিভিন্ন স্কুলের শিশু থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘শিশুর কণ্ঠে গল্প শুনি’ শীর্ষক শিশুদের গল্প বলার প্রতিযোগিতা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের গল্প বলার এই আয়োজন।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২০ ফেব্রুয়ারি গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া প্রতিযোগিতাটি বিকেল সাড়ে ৫টায় শেষ হয়। এতে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
‘ক’ বিভাগ (শিশু-২য় শ্রেণি) এর প্রতিযোগীরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ‘টুনটুনি ও বিড়ালের কথা’ এবং ‘কুঁজো বুড়ির কথা’ গল্প দুটি থেকে নিজেদের মতো করে গল্প বলার সুযোগ পায়।
অন্যদিকে, ‘খ’ বিভাগ (৩য়-৫ম) এর প্রতিযোগীরা ‘টুনটুনি ও রাজার গল্প’ এবং ‘শিয়াল পণ্ডিত’ গল্পের মধ্যে থেকে একটি গল্প পরিবেশন করে।
গল্প বলার এই আয়োজনে বিচারক প্যানেলে ছিলেন- ফজলুল হক মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ বকুল ইমাম, গেণ্ডারিয়া হাই স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক লায়লা হামিদ, দনিয়া সবুজ কুড়ি কচি-কাঁচার মেলার সহ-সভাপতি ইকবাল হাফিজ, আবৃত্তি শিল্পী ও সাংবাদিক আবীর শ্রেষ্ঠ, পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসমিন আখতার খান, বাংলা ভিশন টেলিভিশনের সংবাদ উপস্থাপক নাদিরা আশরাফ, কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল এবং আবৃত্তি প্রশিক্ষক নুসরাত ইয়াসমিন রুম্পা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং গল্প বলার দক্ষতা বিচারক ও দর্শকদের মুগ্ধ করে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুরা যেন বইপড়ার প্রতি আরও আগ্রহী হয়, নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে এবং গল্প বলা অনুশীলনের সময় পরিবারের সদস্যদের সাথে একটি আনন্দঘন সময় উদযাপন করতে পারে- সে লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ঢাকা/এস