ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পার্কিং জটিলতায় ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫  
পার্কিং জটিলতায় ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

ভোমরা স্থলবন্দর

পার্কিং জটিলতায় ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের প্রধান সড়ক অবরোধ করায় ভোমরাস্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পণ্যবাহী ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেনি। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এতে ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন।

দুপুরে সাতক্ষীরার ভোমরা কাস্টমস ক্লিরিং এন্ড ফরওয়র্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বসিরহাট মহাকুমার ঘোজাডাঙ্গা এলাকায় পার্কিং মালিকেরা বৈষম্যের শিকার দাবি করে আন্দোলনে নামে। দুই শতাধিক সদস্য ও কর্মীরা ঘোজাডাঙ্গা বন্দরের চেকপোস্টের কাছে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

ভোমরা কাস্টমস ক্লিরিং এন্ড ফরওয়র্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হাসান জানান, বাংলাদেশ অংশে সমস্যা নেই। ভারতের ওপারে পার্কিং জটিলতার কারণে আজ সকাল থেকে কোনো গাড়ি প্রবেশ করেনি।
 

ঢাকা/শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়