ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়েতে গান বাজানোয় প্রতিবেশীর মারধরে বরের চাচা নিহত

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৫৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
বিয়েতে গান বাজানোয় প্রতিবেশীর মারধরে বরের চাচা নিহত

ফাইল ফটো

নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে গান বাজানোয় প্রতিবেশীর মারধরে কামাল ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত কামাল একই এলাকার মৃত ইসমাইল ব্যাপারীর ছেলে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বলেন, “শনিবার রাতে কামাল ব্যাপারীর ভাতিজা সুমনের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এসময় গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশী শামসুল, সাজত ও শাজাহান এসে কামালের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা কামাল ব্যাপারীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই মারা যান কামাল।”

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মো মাহবুবুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়