ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো মমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ক্লাস বর্জন করে দ্বিতীয় দিনের মতো মমেক শিক্ষার্থীদের বিক্ষোভ

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির বিরুদ্ধে এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করেন তারা। পরে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পাঁচ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজে কয়েক দিন ধরে আন্দোলন চলছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে। তাদের এই উদাসীনতায় আমরা ক্ষুব্ধ। আমরা মনে করি, তারা আমাদের দাবিগুলোতে গুরুত্ব দিচ্ছে না।

ঢাকা/মিলন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়