ঢাকা     রোববার   ১৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৯ ১৪৩২

বগুড়া যুবদল নেতার বাড়িতে পে‌ট্রোল বোমা হামলা, আহত ১ 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৫  
বগুড়া যুবদল নেতার বাড়িতে পে‌ট্রোল বোমা হামলা, আহত ১ 

বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রোল বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷ এ সময় যুবদল নেতা রনিকে বাড়িতে ঢুকে হত্যার চেষ্টা করা হয়। সোমবার সন্ধ‌্যায় উপজেলার আমতলী ইউনিয়নের দেওয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত রনি বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬ ঘটিকার সময় অন্তত ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ করে। পেট্রোল বোমা বিস্ফোরণে বাড়িতে আগুন লে‌গে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও ক‌য়েক‌টি অবিস্ফোরিত ককটেল নিস্ক্রিয় করে।

যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্থ‌লে যান উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম। 

আরো পড়ুন:

পরে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্হলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন বিএনপি নেতা-কর্মীরা। 

এ বিষ‌য়ে শিবগঞ্জ থানার ও‌সি শাহীনুজ্জামান ব‌লেন, ‘‘বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক। দুর্বৃত্তরা কক‌টেল ও পে‌ট্রোল বোমা বা‌ড়ি লক্ষ‌্য ক‌রে নি‌ক্ষেপ ক‌রে। ঘটনার সা‌থে জ‌ড়িত‌দের ক‌য়েক জ‌নের নাম আমরা পে‌য়ে‌ছি। ত‌বে তদ‌ন্তের স্বা‌র্থে আমরা এখনই সেটা প্রকাশ কর‌ছি না। জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রে চেষ্টা চল‌ছে।’’ 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়