ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘টমেটো এখন পাখিদের খাদ্য’

এস এম শরিফুল ইসলাম, নড়াইল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১২:৫৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
‘টমেটো এখন পাখিদের খাদ্য’

নড়াইলের একটি টমেটো ক্ষেত

নড়াইলে এ বছর টমেটোর ফলন ভালো হলেও বিপাকে পড়েছে চাষিরা। পাইকাররা না আসায় এবং বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় চাষিদের উৎপাদিত পাকা টমেটো ক্ষেতেই নষ্ট হচ্ছে।

কৃষকদের ভাষ্য, তারা এই সবজিটি চাষ করে উৎপাদন খরচ তুলতে পারেননি। পাঁচ টাকা কেজি বললেও ক্রেতারা টমেটো কিনতে রাজি হচ্ছেন না। 

আরো পড়ুন:

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে জেলায় ১৮৫ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ হাজার ১০০ টন। টমেটো উৎপাদন হয়েছে তার থেকে বেশি।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সদর উপজেলার রুখালী গ্রামের টমেটো চাষি আমিন মোল্যা বলেন, “পাঁচ বিঘা জমিতে টমেটো চাষ করেছি। এক একটা চারার পেছনে ২০ থেকে ২৫ টাকা খরচ হয়েছে। টমেটোর ফলন ভালো হয়েছে। তবে, পাইকারদের কেউ টমেটো কিনতে আসছেন না ক্ষেতে।”

তিনি আরো বলেন, “প্রথম দিকে ৫০ টাকা দরে বিক্রি করে ছিলাম টমেটো। এখন সেই টমেটো বাজারে নিয়ে গেলে আড়তদাররা বলেন, এগুলো ফিরিয়ে নিয়ে যাও। এবার এই সবজি চাষ করে খুবই লস হলো। টমেটো এখন হয়েছে পাখিদের খাদ্য।”

সদর উপজেলার বিছালী ইউনিয়নের টমেটো চাষি খায়রুল আলম বলেন, “এক বিঘা জমিতে টমেটো চাষ করেছি। প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত ২৫ হাজার টাকার টমেটো বিক্রি করতে পারিনি। ৫ টাকা কেজি তাও কেউ নিচ্ছে না।”

লোহাগড়া বাজারের খুচরা সবজি বিক্রেতা হাসান মোল্যা বলেন, “আড়ত থেকে আমরা ২৪০ টাকায় ৪০ কেজি (এক মণ) টেমেটো কিনে ১০টাকা দরে বিক্রি করছি।”

লোহাগড়া বাজার বণিক সমিতির সভাপতি ও কাঁচামাল আড়তদার ইবাদত সিকদার বলেন, “আমরা চাষিদের কাছ থেকে কিনে খুচরা ব্যবসায়ীদের কাছে টমেটো ২৪০ থেকে ২৮০ টাকা মণ হিসেবে বিক্রি করি। চাষিরা কেজি প্রতি টমেটোর দাম পাচ্ছেন ৩-৭ টাকা। এবার টেমেটোর ব্যাপক ফলন হওয়ায় বাজারে এই সবজিটির দাম পড়ে গেছে।”

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, “এ বছর নড়াইলে টমেটোর বাম্পার ফলন হয়েছে। তবে বিভিন্ন জেলায় টমেটোর চাহিদা কম থাকায় নড়াইলের বাজারে এই সবজির দর কমে গেছে।”

ঢাকা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়