মামলা প্রত্যাহারের ‘আশ্বাসে’ সড়ক ছাড়লেন হেফাজতের নেতাকর্মীরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সারা দেশে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের ‘আশ্বাসে’ কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন তারা। এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে মামলা প্রত্যাহারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
হেফাজতের নেতাকর্মীরা জানান, ২০১৬, ২০২০ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় ৭৫টি মামলা হয়েছে। এ সব মামলায় তিন হাজারেরও বেশি হেফাজতে ইসলামের নেতাকর্মী ও আলেম-ওলামাদের আসামি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব মামলায় করা হয়েছে। আমরা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানিয়েছি। প্রশাসন প্রত্যাহারের আশ্বাস দিয়েছে, তাই মহাসড়ক থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘‘প্রশাসনের হস্তক্ষেপে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগামী রোববার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করবেন।’’
ঢাকা/রুবেল/রাজীব