বিজিবির হাতে ভারতীয় চোরাকারবারী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কিরণগঞ্জ সীমান্তে জমিনপুরে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা থেকে জিহাদ শেখ (২১) নামে এক ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক জিহাদ ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশত বিঘি গ্রামের ছানাউল শেখের ছেলে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কিরণগঞ্জ সীমান্তে জমিনপুর নামক স্থানে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় তাকে আটক করা হয়। এসময় সুজন নামে এক বাংলাদেশি চোরাকারবারী পালিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকালে কিরণগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর এলাকায় অভিযান চালায় টহলদল। এসময় চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় জিহাদকে আটক করলেও সুজন মিয়া নামে এক বাংলাদেশি চোরাকারবারী পালিয়ে যায়।
অধিনায়ক আরও জানান, চোরাচালানের উদ্দেশ্য ভারত থেকে জিহাদ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলেও জানান অধিনায়ক।
ঢাকা/শিয়াম/এস