ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
অটো থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে শিশুর মৃত্যু

রাজশাহীর কাটাখালীতে অটোরিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটাখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু মিজানুর রহমান কাটাখালীর সমসাদিপুর এলাকার আশরাফ আলীর ছেলে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, সকালে মিজানুর রহমান একটি অটোরিকশায় চেপে যাচ্ছিল। সে যে অটোরিকশায় ছিল সেটিকে পেছন থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দেয়। এ সময় মিজানুর অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। তখন একটি চলন্ত ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাক ও এর চালক-হেলপারকে আটক করে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার যেভাবে চাইবে সেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা/কেয়া/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়