ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের

হবিগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
হবিগঞ্জে বৈষম্যবিরোধীদের সদ্য ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা একাংশের

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীদের একাংশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি বাতিলের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব অভিযোগ করে বলেন, ‘‘বৈষম্যবিরোধী আন্দোলনে আমার সংগ্রাম, ত্যাগ ও আত্মত্যাগ হবিগঞ্জবাসী জানে। অথচ কমিটিতে পদ কেনাবেচার মাধ্যমে অযোগ্যদের স্থান দেওয়া হয়েছে। আমাকে গুরুত্বপূর্ণ পদ না দিয়ে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, কারণ আমি টাকা দিইনি। অথচ যারা অর্থের বিনিময়ে পদ কিনেছেন, তারা আহ্বায়ক ও সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।”

তিনি বলেন, “নবগঠিত কমিটিতে ছাত্রদল, ছাত্রশিবির ও স্বৈরাচার সরকারের দোসরদের স্থান দেওয়া হয়েছে। আহ্বায়ক করা হয়েছে ছাত্রদল সংশ্লিষ্ট আরিফ তালুকদারকে, সদস্যসচিব হয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মাহদি, আর মুখ্য সংগঠক হিসেবে শিবির কর্মী সুজনকে রাখা হয়েছে। ছাত্রলীগের সাবেক নেতাদেরও পুনর্বাসন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

এনামুল হক সাকিব বলেন, “কমিটিতে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি চরম বৈষম্য করা হয়েছে। ২২৪ সদস্যের মধ্যে ২০০ জন পুরুষ, ২৪ জন নারী এবং মাত্র একজন ভিন্ন ধর্মাবলম্বী রয়েছেন। অথচ গণঅভ্যুত্থানে নারী ও সংখ্যালঘুদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। এছাড়া, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বানিয়াচংয়ের ছয়জন শহীদ হলেও কমিটিতে তাদের কোনো প্রতিনিধি রাখা হয়নি।”

তিনি বলেন, “এই কমিটি হবিগঞ্জবাসীর সঙ্গে প্রতারণা এবং গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। তাই আমি ও আমার ৪৫ জন সহযোদ্ধা এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি এবং হবিগঞ্জের মাটিতে এই ‘পকেট কমিটি’র কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নবগঠিত জেলা কমিটির সহ-সদস্যসচিব সুরাইয়া সামান্থা পুষ্পিতা, সদস্য শেখ হৃদয়, শফিকুল ইসলাম মান্না, ইশতিয়াক আহমেদ, বাহুবল উপজেলার সমন্বয়ক আরাফাতুজ্জামান শাওন প্রমুখ।

এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার ২২৪ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ওই দিনই কমিটি প্রত্যাখ্যান করে হবিগঞ্জ শহরসহ কয়েকটি স্থানে ঝাড়ু মিছিল করে শিক্ষার্থীদের একাংশ।

ঢাকা/আজহারুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়