ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর 

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ২ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৫০, ২ মার্চ ২০২৫
বগুড়ার ক্লিনিকে প্রসূতি মৃত্যুর অভিযোগ, ভাঙচুর 

এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার

বগুড়ার একটি ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতিতে গর্ভের সন্তানসহ রোখসানা আক্তার নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ ঘটনায় তারা হাসপাতালের সাইনবোর্ড এবং দরজা ভাঙচুর চালিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। 

শনিবার (১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় অবস্থিত এনাম ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

মারা যাওয়া রোখসানা বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।

রোখসানার ভাই সাফিউল ইসলাম অভিযোগ করেন, “শনিবার রোখনাসার সন্তান প্রসবের ব্যথা ওঠে। সকাল ১১টার দিকে তাকে ক্লিনিকে নিয়ে আসা হয়। সেসময় তাদের (ক্লিনিক কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করলে তারা বলেন, রোগীকে নিয়ে আসেন ইমিডিয়েট সিজার করিয়ে দেব। রোগীকে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতালে কোনো চিকিৎসক ছিল না। তারা জানায়, ডাক্তার কিছুক্ষণ পর আসবেন। রোগী ভর্তির প্রায় ১২ ঘণ্টা পর ক্লিনিকে ডাক্তার আসেন।” 

তিনি আরো বলেন, “রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে চিকিৎসার জন্য অন্যত্র নিতে বলা হয়। পরে রোগীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রোখসানাকে গর্ভের সন্তানসহ মৃত ঘোষণা করেন।”

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর বলেন, “জেলা প্রশাসক এবং সিভিল সার্জনসহ আমাদের ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

বগুড়ার ভারপ্রাপ্ত সি‌ভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম ব‌লেন, “বিষয়‌টি আমরা জা‌নি। এই ঘটনায় তদন্ত হ‌বে। নিহ‌তের পরিবার থে‌কে য‌দি অ‌ভি‌যোগ দেওয়া হয় তাহলে অ‌ভিযোগ‌ অনুযায়ী আমরা কাজ কর‌বে। অ‌ভি‌যোগ না দি‌লে আমরা অভ্যন্তরীণ ব্যবস্থা নে‌ব। ঘটনা জানার পর থে‌কেই আমা‌দের অভ্যন্তরীণ তদন্ত শুরু হ‌য়ে গে‌ছে। তদ‌ন্তে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হ‌লে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়