ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ৭১৮ পরিবারে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২ মার্চ ২০২৫  
গোপালগঞ্জে ৭১৮ পরিবারে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ

গোপালগঞ্জ পৌরসভার হল রুমে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়

গোপালগঞ্জে পৌর এলাকার সচলকৃত ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও গোপালগঞ্জ পৌরসভা এ স্মার্ট কার্ড বিতরণ করে।

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ পৌরসভার হল রুমে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ. কাদের সরদার উপস্থিত ছিলেন।

পরে ৭১৮টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।

গোপালগঞ্জ পৌর প্রশাসক বিশ্বজিত কুমার পাল বলেন, “গোপালগঞ্জে ৪০৩৪টি পরিবারের মধ্যে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ হবে। এরমধ্যে প্রথম পয্যায়ে সচলকৃত ৭১৮টি পরিবারের মাঝে এ কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে ধাপে ধাপে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।”

তিনি আরো বলেন, “এ কার্ড দিয়ে ৬৬০ টাকা মূল্যে প্যাকেজ কিনতে পারবে পরিবারগুলো। এর মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ২ কেজি ছোলা, ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল ও ১৫০ টাকায় ৫ কেজি চাল।”

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়