ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বারনই নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩ মার্চ ২০২৫  
বারনই নদী থেকে ভ্যানচালকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলার বারনই নদী থেকে আলতাফ হোসেন (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকালে তার লাশ উদ্ধার হয়। কীভাবে আলতাফের মৃত্যু হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

মারা যাওয়া আলতাফের বাড়ি পবার বাগসারা নওদাপাড়া গ্রামে। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, গতকাল রবিবার রাত ৮টার পর থেকে আলতাফের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে বারনই নদীতে আলতাফের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়। আলতাফের লাশ যেখানে পড়ে ছিল সেখান থেকে প্রায় ১০০ গজ দূরে তার ভ্যানটি পাওয়া গেছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। তারপরও পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারকে হস্তান্তর করা হবে।’

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়