ওসির বাড়িতে গরু চুরি, পালানোর সময় গুলি ছোড়ে চোর
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কের কাছের একটি বাড়ি থেকে গরু চুরি করা হয়েছে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করলে চোরের দল গুলি ছুড়ে পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যায়।
রবিবার (২ মার্চ) রাত সোয়া ১টার দিকে পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়ি থেকে গরু চুরি করা হয়।
আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ গরুগুলো পালন করতেন। তার বড় ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
স্থানীয়রা জানিয়েছেন, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা নিয়মিত ঘটছে। অনেকেই রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি ওসি জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করেন। এর প্রতিশোধ নিতেই তার গ্রামের বাড়ি থেকে গরু চুরি করা হতে পারে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানিয়েছেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/তারেকুর/রফিক