ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে ঈদ সামনে রেখে ৭০০ পুলিশ মোতায়েন হবে: ভারপ্রাপ্ত এসপি 

নিজস্ব প্রতিবেদক যশোর   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ৪ মার্চ ২০২৫   আপডেট: ১৯:২৯, ৪ মার্চ ২০২৫
যশোরে ঈদ সামনে রেখে ৭০০ পুলিশ মোতায়েন হবে: ভারপ্রাপ্ত এসপি 

প্রেস ব্রিফিং করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর সামনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যশোর জেলার ৯টি থানায় অতিরিক্ত ৭ শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী।

আরো পড়ুন:

নূরে আলম সিদ্দিকী জানান, জেলার ৯টি থানায় পুলিশের ২৫টি পেট্রোল টিম, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম ও ২৭টি বাইক মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এছাড়াও কোতোয়ালি থানা এলাকায় ২৮টি মোবাইল টিম, ৪টি পিকেট টিম ও ৭টি ফুল পেট্রোল টিম কাজ করবে। শহরের প্রধান সড়ক ও অলিগলিতে মোটরসাইকেলে মোবাইল টিম টহল দেবে। পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম, রেডি টু মুভ ও কুইক রেসপন্স টিম সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। ছিনতাই চক্র ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় রিকশা মালিক সমিতির সহযোগিতা নেওয়া হবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, রমজানে ছিনতাই ও অন্যান্য অপরাধ ঠেকাতে পুলিশ তৎপর থাকবে। প্রতিটি ব্যাংকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। বড় অঙ্কের আর্থিক লেনদেনের সময় পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ আবুল বাশার, রুহুল আমিন, সিনিয়র এএসপি নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া প্রমুখ। 
 

ঢাকা/রিটন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়