রাঙ্গুনিয়া যুবলীগের নেতা ঢাকায় গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।
গতকাল মঙ্গলবার কাতারের দোহায় যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম সাফাতুল মাজদার।
ওসি এটিএম সাফাতুল মাজদার বলেন, “রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে কাতারে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।”
তিনি আরো বলেন, “গতকাল রাত ১১টার দিকে তার গ্রেপ্তারের তথ্য রাঙ্গুনিয়া থানাকে অবহিত করে ইমিগ্রেশন পুলিশ। তাকে আজ রাঙ্গুনিয়া থানায় নিয়ে আসা হবে।”
ঢাকা/রেজাউল/মাসুদ