ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গরুর গম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৬ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫০, ৬ মার্চ ২০২৫
গরুর গম খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

কথা কাটা কাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়।

নড়াইলের লোহাগড়ার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি গ্রামে গরুতে গম খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালের দিকে নোয়াগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে ছত্রহাজারি গ্রামের শরিফুল কাজী সমর্থিত মানু কাজীর গরুতে শাহিদ মিনার ক্ষেতে গম খায়। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। এ সংঘর্ষে উভয় পক্ষে নারীসহ ২০ আহত হয়েছেন। 

আহতরা হলেন- রুবেল মীনা, হোসেন শেখ, সাইফুল শেখ, আশকার মীনা, মনিরুল শেখ, শাহাবুল শেখ, পান্নু শেখ, শাহিদ মীনা, শরিফুল কাজী, সাহিদা বেগম, তাহমিনা খানম, পারুল বেগম, মিজানুর মীনা, সাগর কাজী, শহীদ মিনা, আতাউর রহমান কাজীসহ আরও অনেকে।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের ডাক্তার আবুল হাসনাত জানান, গুরুতর আহত সাইফুল শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ঢাকা/শরিফুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়