সিলেট সীমান্তে খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পর খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। তিনি চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন শাহেদ মিয়া। সেখানে স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এ সময় খাসিয়াদের হামলা শাহেদের মৃত্যু হয়। খবরটি পরিবারের কাছে আসার পর বিজিবিকে জানানো হয়। এরপর বিষয়টি বিএসএফকে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী আরো জানান, শাহেদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। বিএসএফ হামলায় জড়িত খাসিয়াদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে।
ঢাকা/নূর/রফিক