ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১৪:৩৩, ৮ মার্চ ২০২৫
মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে সংঘর্ষে ২ ভাই নিহত

শনিবার দুপুরে খোয়াজপুর গ্রামে সংঘর্ষ চলাকালে আগুনে পুড়িয়ে দেওয়া একটি বাড়ি

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত হয়েছেন আরো অন্তত আটজন। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে, এই ঘটনায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা।  

আরো পড়ুন:

শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নে খোয়াজপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন-সাইফুল সরদার ও অলিল সরদার। তারা সম্পর্কে চাচাতো ভাই। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মতিনের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলছিল। এরই জেরে আজ দুপুর ১২টার দিকে মতিন ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সাইফুল সরদার ও তার চাচাতো ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

সংঘর্ষ চলাকালে আহত হন অন্তত আটজন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা বলেন, ‍“এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।”

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়