ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ৮ মার্চ ২০২৫  
হবিগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় শ্রমিকের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত মন্নান মিয়া

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির ছাত্রীর পথ আটকে উত্ত্যক্ত করার অপরাধে মন্নান মিয়া (২১) নামে রেস্তোরাঁ শ্রমিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ মার্চ) দুপুরে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম উপজেলার মিরাশী গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। সাজাপ্রাপ্ত মন্নান মিয়া মিরাশী গ্রামের সালাম মিয়ার ছেলে ও স্থানীয় বাজারে রেস্তোরাঁয় শ্রমিকের কাজ করেন।

আরো পড়ুন:

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আলম জানান, স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী শনিবার সকালে কোচিং করার জন্য বিদ্যালয়ে যাচ্ছিল। পথে মুদি দোকান অতিক্রম করার সময় মন্নান তার পিছু নেয়। পেছনে হেঁটে গিয়ে মেয়েটিকে উত্ত্যক্ত করেন এবং নির্জন জায়গায় যাওয়ার পর তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মন্নানকে আটক করেন।

দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এরপর চুনারুঘাট থানার এসআই স্বপন সরকারসহ পুলিশ সদস্যরা সাজাপ্রাপ্ত তরুণকে গ্রেপ্তার করে নিয়ে যায়। 
 

ঢাকা/মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়