ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরের কাজ করা ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১০:৩৪, ৯ মার্চ ২০২৫
অবৈধভাবে বাংলাদেশে ঢুকে দিনমজুরের কাজ করা ভারতীয় নাগরিক আটক

পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে থেকে সতীশ রায় নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (৮ মার্চ সন্ধ্যায় উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার সীমান্ত পিলার ৪৩৬/২ এস সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

সতীশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবেন রায়ের ছেলে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সতীশ রায় ১৫-২০ দিন আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের প্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর  বাড়িতে থেকে দিনমজুরের কাজ করছিলেন। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির মাঝিপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করে। রাতেই তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়